এবার আন্দোলনে নামতেই হবে
এখন নামবো না তবে নামবো কবে?
এবার আন্দোলনে নামতেই হবে।
নামতে হবে… বলতে হবে…. লড়তে হবে…..
ভাঙতে হবে.. গড়তে হবে…প্রয়োজনে মরতে হবে
এবার আন্দোলনে নামতেই হবে।
যত মেরুদন্ড বন্ধক আছে
যত মেরুদন্ড বিক্রি হয়ে গেছে
সব মেরুদন্ড একে একে আজ ফিরিয়ে আনতে হবে
লড়াই করা জানতে হবে
এবার আন্দোলনে নামতেই হবে।
নিরস্ত্র হতে হতে সশস্ত্র হব,
সশস্ত্র হয়ে বিদ্রোহী হব
তারপরেই ওদের ওপরে ঝাঁপিয়ে পড়তে হবে
আন্দোলনে আজ নামতেই হবে।
দিবারাত্র জাগতে হবে, সকলের ঘুম ভাঙতে হবে
নয়ে কোন গোষ্ঠী কোন্দল—
দিকে দিকে হবে শুধুই আন্দোলন
এবার সবার জাগতে হবে… জাগতে হবে…. জাগতে হবে…..
চূড়ান্ত ভাবে ভাবতে হবে
এবার আন্দোলনে নামতেই হবে।
ঐ দালাল বাহিনীর বেরিকেট ভেঙে–
স্বাধীনতা ফিরিয়ে আনতেই হবে
অপরাধীর ঐ লৌহ শিকল; দুর্গ পাহাড় আজ ভাঙতেই হবে
সব নাগরিক একসাথে বলো…..
এবার আওয়াজ তুলতেই হবে
আন্দোলনে আজ নামতেই হবে
এখন নামবো না তবে.. নামবো কবে..?
এবার আন্দোলনে নামতেই হবে।