হাতের তালুর মধ্যে আছে ভিটের গন্ধ
ছায়াদের অসুখ
ঘিরে থাকা শ্যামলতার আকর্ষ
শোনায় ভাটফুলের পংক্তি
না ফোঁটা লাজুক হলুদ ফুলের শীর্ষে
ফড়িংয়ের আনাগোনা
অবুঝ ঝরাপাতারা লেখে অসমাপ্ত প্রবন্ধ
আলপথ বেয়ে আসে ধানের গন্ধ
সীমানার বুক চিরে
হাতের তালুর মধ্যে আছে ভিটের গন্ধ
ছায়াদের অসুখ
ঘিরে থাকা শ্যামলতার আকর্ষ
শোনায় ভাটফুলের পংক্তি
না ফোঁটা লাজুক হলুদ ফুলের শীর্ষে
ফড়িংয়ের আনাগোনা
অবুঝ ঝরাপাতারা লেখে অসমাপ্ত প্রবন্ধ
আলপথ বেয়ে আসে ধানের গন্ধ
সীমানার বুক চিরে