ভালো মন্দ সিগারেটের রিং আড্ডা ছলে
রবিবারের সরগরম যে আড্ডায় জমে,
যান্ত্রিক জীবন নটা – পাঁচটার ঘেরা টোপে
অক্সিজেন নেয় আড্ডা মিছিল জোর কদমে।
ফুলকো লুচি নলেন গুড়ের ভালোবাসায়
মুখে পুরে রস আস্বাদন আহা বলা,
গিন্নি তখন তেলে বেগুন ফুঁসছে বসে
বাজার করার, নামে আড্ডার ছলা কলা।
মশা মারতে কামান দাগা হেই করেঙ্গা
সবাই খুশি রাজা উজির আড্ডা মেরে,
বাজার থলে নামিয়ে দেয় ঘরের দোরে
চলল উড়ে আড্ডার ঘরে, চেয়ার দেরে।
কেরামতি চলবে খানিক ক্যারম খেলায়
তাসের আসর বাজার গরম বিবি ধরে,
চালাবে সে সময় মত বাজি রাখে
দেখো কাণ্ড বেজার মুখে গিন্নি ঘরে।
ভাঙল আসর ভাঙল আড্ডা ভয়ে কেঁচো
নাকে কানে মলা খেলো বন্ধ রবে,
চোরা শোনে নাযে কথা বিকাল হলে
বন্ধুর বাড়ি আড্ডা মিছিল আছি কবে।
বেকার যুবক আড্ডায় মাতে নিত্য দিনে
বাজেট থেকে শুরু করে, থামবে কিসে,
সেটাই ভাবার ডালপালা যে বাড়তে থাকে
কথার খেই টা হারিয়ে যায় পায় না দিশে।
বন্ধুত্ব হয় গাঢ়ো আবার উল্টোটা হয়
হাতাহাতি মারামারি শেষে থামে,
করমর্দনে বিদায় নেবে, চলি দাদা
আড্ডার মিছিল জমজমাটি রাত্রি যামে।