বিকেলে বাড়ালে মুখ সকালের শ্বাসে !
আমি যে দুপুরে খিল , ঘুমে জেরবার
সুহানী যুবতী হবো সময় সরালে !
আমাদের স্নানে নয়া সূর্য আবার ?
আমার শেকড়ে ভীড় , তোমারও কি নয় ?
ভীড়ের ভিতরে তবু কেন গুনগুন !
–সয়ে যাওয়া সুখে ঘামে পৃথিবীজ নুন
আড়ালের আঙ্গিকে আগুনের ধুন ।
ছড়িয়ে দেখাই তবে স্মৃতির জটলা ?
মেঘে মেঘে টানটান বয়স বিনুনী
খুলে দিলে ঝমঝম , ধরে থেকো কবি
গুটিয়ে ফিরতি চেরো , আস্তে চিরুনী ।