চিরতরুণ তুমি নারায়ণ দেবনাথ
কমিক্স স্ট্রিটের জাদুতে,
চিত্রনাট্য সংলাপ চিত্ররূপের কাজে
উপহার পেলাম স্বাদুতে।
কমিক্স শিল্পী নারায়ণ দেবনাথ
শিশুদের তরে লেখা,
হাঁদা ভোঁদা বাটুল দি গ্রেট
নন্টে ফন্টের দেখা।
ডানপিটে খাঁদু কেমিক্যাল দাদু
বাহাদুর বেড়াল এলো,
শুঁটকি মুটকি পেটুক মাস্টার
বটুকলালকে সবাই পেলো।
ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ রায়
ম্যাজিশিয়ান পটল চাঁদের কথা,
নস্টালজিক বাঙালি ভুলবে কেমনে
বুকে লাগে ব্যথা।
ধারাবাহিক ভাবে শুকতারাতে প্রকাশিত
আপামর সকলের তরে,
রঙিন আঁকা বাটুল দি গ্রেট
কমিক্স চরিত্রটি ভরে।
অলঙ্করণ শিশু কিশোর উপন্যাস
আর্ট কলেজছুট তরুণ,
সুপারহিরো বাটুল দি গ্রেট সৃষ্টি
দস্যু রা ভয়ে করুণ।
বোর্ডিং স্কুলের দুই কিশোরের দাপাদাপি
নন্টে ফন্টে তাদের নাম,
কেল্টুদার কীর্তি সুপারিট্ণ্ডেন্টের শাসন
ভুলিয়ে দেয় তাদের ধাম।
গোয়েন্দা কৌশিক ডানহাত লোহমুষ্টি
মার্শাল আর্ট জানা,
তুখোড় ডিটেক্টিভ ধুরন্ধর ব্যক্তি
পড়তে নেইকো মানা।
ভারতী পুজো সংখ্যায় প্রকাশিত
ইন্দ্রজিতের সব গল্প,
নারায়ণ দেবনাথের তুলির ছোঁয়ায়
ফাঁকফোকর ছিল অল্প।
বাহাদুর বেড়াল বুদ্ধিমান কুকুর
পশুচরিত্র তাঁর সৃজন,
স্মরণীয় তুমি নারায়ণ দেবনাথ
কার্টুন চরিত্র গঠন।
শিবপুর হাওড়ায় জন্ম তোমার
১৯২৫ সালে,
২০২২, ১৮ই জানুয়ারী মৃত্যুবরণ
৯৬ বছর মৃত্যুকালে।
প্রথম একমাত্র কমিক্স শিল্পী
ডিলিট পেলে তুমি,
বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত
আজিকে তোমায় স্মরি।