প্রেমের বিয়ের পঞ্চাশ বছর
ভাবে জমে ক্ষীর,
ফোকলা দাঁতে হাসে কেবল
বুড়ো দাদু বীর।
দুপুর রোদে আরাম করে
দিদা খানিক ঘুমে,
বিলি কাটে কুন্তল মাঝে
ভালে আঁকে চুমে।
আহা আহা সরো দেখি
দেখে ফেলবে সবে,
কেশবিন্যাসে দাদু চিরুনি ধরে
দিদা চুপটি রবে।
সাজাবো যতনে সিল্কের শাড়িতে
সাদা লালের জোড়া,
সাতনরি হার ঝুমকো দুলে
সোনার গহনায় মোড়া।
হাসির দমকে দিদা পাগল
ছেলে মানুষ কি হলে?
কুলু মানালি যাবে বলছো
পঙ্গু বাতে বলে।
কুলু মানালি নাইবা গেলাম
লেকের ধারে যাবো,
ফুচকা খাবো তেঁতুল জলে
আগের স্মৃতি পাবো।