লড়াইটা আর ভীষ্মের নয়, লড়াইটা বিশ্বের।
লড়াইটা আর ভিক্ষার নয়, লড়াইটা শিক্ষার।
লড়াইটা আর আচারের নয়, লড়াইটা বাঁচার।
লড়াইটা আর হাতের নয়, লড়াইটা ভাতের।
লড়াইটা আর অস্ত্রের নয়, লড়াইটা বস্ত্রের।
লড়াইটা আর অসুস্থতার নয়, লড়াইটা সুস্থতার।
সময় এখন ক্ষমতার নয়, সময় এখন সমতার।
সময় এখন তর্কের নয়, সময় এখন সতর্কের।
সময় এখন গণ্ডির নয়, সময় এখন সন্ধির।
সময় এখন দ্বিমতের নয়, সময় এখন সহমতের।
সময় এখন সমালোচনার নয়, সময় এখন আলোচনার।
সময় এখন প্রতিযোগিতার নয়, সময় এখন সহযোগিতার।
সময় এখন দুর্গতির নয়, সময় এখন সংহতির।
সময় এখন ধর্মের নয়, সময় এখন কর্মের।
সময় এখন অসভ্যতার নয়, সময় এখন সুসভ্যতার।
সময় এখন অপসংস্কৃতির নয়, সময় এখন সংস্কৃতির।
সময় এখন বিধর্মীতায় নয়, সময় এখন সহমর্মিতায়।