মেঘের কোলে সোনা রোদে
উজল বসুন্ধরা,
অমল ধবল মেঘের রাশি
নীল আকাশে ভরা।
মৃদু মন্দ সমীরণে
পুজো গন্ধ ভাসে,
মাঠে ঘাটে নদীতটে
দুলছে কাশ রাশে।
দিঘির জলে শালুক পদ্ম
দুলে করে খেলা,
প্রভাত বেলা হিমেল পরশ
শিউলি ঝরে মেলা।
শরৎ এলো আসবে উমা
এবার দোলায় চড়ে,
মা মেনকা উচ্ছ্বসিত
আসছে মেয়ে ঘরে।
পাড়ায় পাড়ায় ঢাক কাঁসরের
ধ্বনি সুরে বাজে ,
জগৎবাসী আনন্দিত
খুশিতে মন রাঝে।