আমার একলা আকাশ সঙ্গী হয়ে
আমার চলার পথে থাকে,
রোজ সকালে আকাশ দেখি,
তোমায় দেখার ফাঁকে ফাঁকে।
মন ভরানো এক চিলতে তোমার
চির চেনা ওই মুখের হাসি।
আপন মনে সুখ স্বপ্নে ডুবে
আমি তোমায় ভালবাসি।
আমার একলা আকাশ সঙ্গী হয়ে
আমার চলার পথে থাকে,
রোজ সকালে আকাশ দেখি,
তোমায় দেখার ফাঁকে ফাঁকে।
মন ভরানো এক চিলতে তোমার
চির চেনা ওই মুখের হাসি।
আপন মনে সুখ স্বপ্নে ডুবে
আমি তোমায় ভালবাসি।