পরীক্ষার জন্য যা যা পাঠিয়েছি ওখানে সেখানে
সবগুলোয় একসাথে হয়ে গেলে পাশ
তালগোল পাকিয়ে না ফেলি !
কোন দুটো বেশি ভালো পাওয়া অথবা
কোন একটার বেশির পেশি বেশি ,
সেই পরীক্ষার ভয়ে মধ্যবিত্ত মাটিতেই
উত্তরের আঁক কষি পরিচিত সফরের পথিকনামায় ।
বেশ তো বিছানার অক্ষর সৈকতে তিন আঙুলে
আলুথালু সৃজনের হাবুডুবু সানন্দ সাঁতারেই আছি ।
তবুও মজ্জার মধ্যে এক আশ্চর্য কবজার মদ
মর্যাদার নেশার আগুনে পুড়েও সম্পূর্ন মরে না ।
স্বপ্নের জন্ম হয় রোজ
কোনও স্বপ্নের উত্তর মেলাতে পারি না ।
কেবলই অক্লান্ত ঘুম ছিঁড়ে অসমাপ্ত থেকে যাই ।