মনের মঞ্চবটী ঘিরে আছে বিশ্বাসী সংলাপ সুখ ,
আমার মিছিলকথা আমি ছাড়া কাউকে বলে না ।
কখনও একাকী নই আনন্দনদী ।
এতো এতো দান পেয়ে ধনী হই রোজ ।
মেটাতে হয় না ঋণ ,
পেতে আছে প্রীতির সোপান ।
এ বন্ধুর জীবনের ত্রাণে , এগিয়ে আসেই আগে
প্রিয় প্রিয় একান্ত কথাকলি শ্বাস ।
চারপাশে দৃশ্যমান অবিশ্বাস -শাপ ।
অশরীরী সংলাপ সুধা , গরলের ভীড় ঠেলে
প্রতি পলে আমার অশুদ্ধ বৃত্ত
শুদ্ধ করে যায় ।