কত কিছু নিয়ত দেখি
এই ধরণীর ‘পরে,
কেউ ইচ্ছেমত উড়ায় টাকা
না খেয়ে কেউ মরে।
কেউবা করে অর্থোপার্জন
লুট,কালোবাজারি করে,
কেউ রাতদিন ফাই-ফরমাশ
খেটে খেটে শুধু মরে।
ভাগ্য ভালো জনে আবার
চাকুরি ভালো পেয়ে,
সুস্থ সুন্দর কাটায় জীবন
পুষ্টিকর খাদ্য খেয়ে।
অর্থোপার্জন হেতু কতজন
পথভ্রষ্ট হয়,
পেটের দায়ে দেহ বেঁচে হায়
পতিত সমাজে রয়।
অর্থ ছাড়া সুস্থ যাপন
নয়কো সহজ মোটে,
অর্থই যে গুরুত্বের মাপকাঠি
নয়তো অপমান জোটে।
খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য
অর্থের বিশেষ প্রয়োজন,
সেই কারণে সকল মানুষ
করে প্রচেষ্টা অর্থোপার্জন।