আজ সমাজের বুকে এক গভীর ক্ষত,
একটা অব্যক্ত অনুভূতি যেটা বোঝানো যাবেনা,
চারিদিকে একটা অজানা অন্ধকারময় ভয়াল পরিস্থিতি,
সমস্ত কিছু ঢেকেছে এক প্রতিশ্রুতিহীন নির্মমতা,
জানিনা মেনে নিতে এতো অনীহা কেন,
এক থেকে বহুত্ব পেয়ে অহংকারে মত্ত,
অর্থই অনর্থের কারণ পতনের গম্ভীর নিনাদ,
তূনীর থেকে নিক্ষেপিত তীর ফিরে আসেনা,
নিষ্পাপ মানুষ নির্লজ্জতা সহ্য কোরে থাকেনা,
পরিবর্তনশীল মানুষই সতত শেষ কথা বলে,
শাসন মানুষের নয় আইনের শাসন প্রয়োজন,
নির্লিপ্ততা শয়তানের জন্ম দেয়
অন্ধ সমাজে,
সঙ্ঘবদ্ধতা পরিবর্তন করবে পচাগলা সমাজের মুখ