আমি তো যে কোনও মিলের মাতনেই মেতে যেতে পারি
নিযুত অন্ত্যমূলে গেঁথেছি নিখুঁত অন্ত্যমিল ছন্দের ঢালে ।
তবু আমার প্রকৃতি নীলে তোমার প্রকৃতি ঢেউ
এক বিল আকাশের স্রোত হলো কই !
শব্দহীন শব্দের স্বাধীনতা নেই !
নীরব ইচ্ছে কুঁদে কবিতার রোবট বানাই !
ইচ্ছে তো পাথর নয় , বরফের মতো , জলে – হ্যাঁ
বাষ্পে -না , বলতেও পারে এবং না না নাও ।
অনিচ্ছুক শব্দ ফুল ঘাড় গুঁজে ফুটে আছে
অক্ষরের পাথুরে জঙ্গলে !
খেইহারা ঝুরঝুরে কবিতার মতো হয়তোবা তুমিও আমিও ।
প্রকৃত তালার মুখে বিশুদ্ধ প্রাণের মিল দিতে
অপূর্ণ প্রস্তুত ‘ মন ‘ বর্ণদ্বয় ,
আসলে পূর্ণ দরজা খোলার চাবি
অমিলেও শুদ্ধ মনের সম্মান ।