তখনও কবিতা লেখা হবে যবে বাতাসে ভাসবে ছাই,
তখনও কবিতা লেখা হবে যবে ধূলো ঝড়ে ভরে যাবে এ আকাশটাই।
তখনও কবিতা লেখা হবে যবে শিশিরের রেখা মুছে যাবে ঘাসে ঘাসে,
তখনও কবিতা লেখা হবে যবে মরচে ধরেই যাবে সব বিশ্বাসে।
যখন দেখেছি নির্মম ক্রোধ বুলেটে আগুনে ত্রাসে,
তখনও কবিতা লেখা হবে তবে মুমূর্ষু নিঃশ্বাসে।
ছড়িয়ে যখন যাবে সে আগুন ধূমকেতু উল্লাসে,
তখনও কবিতা দেখা যাবে লেখা নিঃসীম মহাকাশে।
যুদ্ধ-দামামা থেমে গেলে কাক শকুনের উল্লাসে,
ক্ষয়ে যাওয়া মেয়ে বিবর্ণ শিশুরা বেয়নেটে মুখ ঘসে।
শ্মশানে শৃগাল হানাদার আর রক্ত চোষারা আসে,
কবিতারা জানি থেমে থাকে নাকো সব ছবি ধরে রাখে।
বাউলের গানে ভাটিয়ালি সুরে রবি নজরুল সাথে,
খেটে খাওয়া জন মজুরের ঘামে কবিতারা বাসা বাঁধে।
ছাতি ফাটা রোদে তপ্ত দুপুরে কাস্তে কোদাল হাতে,
কবি সুকান্ত, সুভাষ যেখানে প্রতিবাদ লিখে রাখে।
অমর কবিতা প্রেমে নির্জনে কবিতারা হাটে মাঠে,
পথিকের পায়ে ধূলিকণা সাথে কবিতারা পথ হাঁটে।
হত্যা যখন হয়েছে তখন কংসের কারাগারে,
কবিতা সেখানে আকাশবাণীতে মহাকাল লিখে রাখে।