অর্কজ্যোতির প্রভায় দিগন্ত যে লাল
আকাশে বলাকা ওড়ে পাখা মেলে শত,
কর্মজীবনের শুরু থামে নাতো কাল।
কান্না হাসি দোলাচলে খেলা কত শত
কর্মক্ষেত্রে অবসর সময়েতে আসে,
বয়োজ্যেষ্ঠের মোহরে কাটে দিন তত।
সকালে বিকালে হাঁটা খালি পায়ে ঘাসে
বাজারের থলে হাতে দরাদরি চলে,
আনন্দেতে গৃহে ফেরা ফুলের সুবাসে।
রোদেমাখা দুপুরেতে ঘুঘু কথা বলে
নীরবতা চারিপাশে ঘুম থাকে চোখে,
স্বপ্নরানি করে খেলা কপটতা ছলে।
চুপি চুপি কথা কয় ঘরে থাকা লোকে
বিরক্ততা আসে তবু চেপে রাখে মুখে,
পোষা বেড়াল নাতির হারানোর শোকে,
খোঁজাখুঁজি চারিধারে অবশেষে দুখে।