কত চুরি জারিজুরি সমাজের মাঝে,
অবিচার মিথ্যাচার নানা ভাবে রাজে।
ভালোমন্দ হিংসা দ্বন্দ্ব মুখোশের আড়ে,
পেতে ঋদ্ধি স্বার্থ সিদ্ধি পর ধন কাড়ে।
দীন জনে প্রতি ক্ষণে পায় অবহেলা,
ভোট তরে নেতা করে প্রহসন খেলা।
অনৈতিক অযৌক্তিক কত প্রীতি কথা,
ভোট শেষে মৃদু হেসে দেয় শত ব্যথা।
নেই শিক্ষা ন্যায় দীক্ষা অরাজক সব,
দাদাগিরি পীড়াপীড়ি শাসানির রব।
নাই লাজ করে কাজ শুধু চৌর্যবৃত্তি,
ভোটে জিতে লুটে নিতে কৌশলী প্রবৃত্তি।
সমাজের মানুষের ত্রাসে দিন যায়,
এই বুঝি নেয় পুঁজি তোলাবাজে হায়।
প্রতারণ নির্যাতন বিরাজিত দেশে,
অবক্ষয় সর্বময় ধ্বংস পরিশেষে।
দিবা রাত্র শুধু মাত্র অন্ধ কূপে থাকা,
অবনতি দেখে মতি নিরাশায় ঢাকা।
যদি ভালে কোনো কালে জাগে শুভ আলো,
তৃপ্ত হবে লোক সবে যাবে ঘুচে কালো।