কষ্ট দাও, আরও কষ্ট দাও প্রিয়
কষ্ট বিলাসী মন আমার,
কষ্ট পেতে ভালোবাসি ভীষণ।
তোমার দেওয়া কষ্টের প্রসবণে, আমার একটি একটি করে কবিতা সন্তানের জন্ম হয়।
নোনতা জলের স্বাদে এ কি কম পাওয়া বল?
এক আকাশ অপার্থিব সুখে আমি যে তখন পূর্ণ কুম্ভ।
যা কিছু খুব সহজ লাগে,
মনে হয়,তুমি মহীরুহ।
তোমার স্নিগ্ধ ছত্রছায়ায় আজীবন হেসে-খেলে দিব্যি কাটিয়ে দেওয়া যায়।
মনে হয়, যে কথা কাউকে যায় না বলা,
সেকথা শুধু তোমাকেই বলা যায়।
আর ঠিক তখন, সেটাই রূপান্তরিত হয়ে পাথর হয়ে যায়।
রামধনু রঙের কল্পনার জগৎ ছেড়ে কঠিন বাস্তব চিনিয়ে দেয়।
তাই রোজ একটু একটু করে পুড়ে যাওয়ার চেয়ে পুরোপুরি মরে যাওয়াই শ্রেয়।
একটু একটু করে বঞ্চিত করার চেয়ে,
তুমি তোমার সবকিছু থেকে আমায় পুরোপুরি ব্রাত্য করে দিও।
কান্নায় চোখ ভেসে না গেলে,
প্রকৃত ভালোবাসা হয় না!
সেই গুঢ় সত্য তুমি বিশ্বাস করতে চাইলে না।
এমন করেই না হয় দূরত্ব বাড়ুক!
যেমন করে পাহাড়ের বুক ছুঁয়ে অভিমানী মেঘ যায় উড়ে, সুখা কোন মরূপ্রান্তে বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় সবুজ করবে বলেই।
চোখের সুখই প্রেম, চোখের কান্নায় নয়!!