হাজার হাজার মাইল পেরিয়ে,
সংসার প্রতিপালনের জন্য,
পেটের তাগিদ বড়ো বালাই,
ওরা এসে পড়ে আছে সুদূর দেশে,
আমাদের কাছে ওরা পরিচিত
কাবুলিওয়ালা নামে।
ওরা কাবুলিওয়ালা,
সেই মিনির সময় থেকে!
হয়তো বা আরও অনেক আগে থেকে।
কষ্টেসৃষ্টে চলে যায় দিন ওদের,
তবু শান্তি ছিল মনে।
সাত-বারো মাসে দেশে যায় একবার,
কেউ যায় কয়েক বছর পর পর,
সেখানে আছে বাবা – মা – স্ত্রী – সন্তান।
আজ তারা একদম শান্তিতে নেই,
একমাত্র ভরসা করে আছে ঈশ্বরের উপর,
মন পড়ে আছে দেশের বাড়িতে,
কাবুলিওয়ালাদের দেশ আফগানিস্তান,
সেই দেশ আজ অশান্ত উত্তাল,
এক দল শয়তান করছে পাশবিক উল্লাস,
নারী-শিশু-বৃদ্ধ নির্বিশেষে করছে যথেচ্ছ হত্যা,
সেই শয়তানের দলের নাম তালিবান।
আফগান ভূমে সাধারণ আফগানদের
অধিকাংশই চায় না তালিবদের,
ওরা মধ্যযুগীয় বর্বর পিশাচ,
কিছু স্বার্থান্বেষী কুচক্রী দেশ
পিছনে দিচ্ছে মদত ওদের,
তথাকথিত উন্নত সভ্য দেশগুলো
আজ হাত ঝেড়ে বসে মজা দেখছে!
এ ওকে দুষছে যেন প্রতিযোগিতা চলছে,
কাবুলিওয়ালাদের দেশে আজ নির্বিচারে
মানবতা ধর্ষিত হয়ে চলেছে প্রতিদিন।
ইসলামের নামে যত্তোসব নষ্টামি,
কোন্ ধর্ম হত্যালীলা ও নারীদমনের কথা বলে!
বিশ্বের দিকে দিকে অতি দক্ষিণপন্থীদের উত্থান,
আফগানিস্তানে তারাই বর্বর তালিবান।
বিশ্ব মানবতা আর জাগবে কবে???
পড়শির ঘরে লাগলে আগুন,
তার থেকে নিজেকে বাঁচানো যায় কি!
মোমবাতি আজ আর জ্বলছে না!
কতো মোমবাতি আর জ্বলবে?
মোমবাতি না জ্বালিয়ে উৎস জ্বালাও,
মনের অন্ধকার আলোকিত হোক,
তবেই পৃথিবী আবার শান্ত হবে।