এতো টান, ছিল আহ্বান মেঘলা,মেঘলা আবছায়া দিনে
লোভের ফাঁদে ছিল আহ্লাদে সততা ভুলে কামনা প্রাণে
সকাল-সাঁঝে , ভালো কাজে না লাগে মাংসাশী মন
কাম,কামনাতে – গহন রাতে মুখোশেরা যেন কতই আপন।
এতো প্রহেলিকা ,কলঙ্কের অট্টালিকা পঙ্কিল বিত্তেই নগ্ন প্রহসন
বিফলে যায় , থাকে হতাশায়, অসম্মান,অবহেলায় অকাল পতন।
এত অন্ধকার , নিরাশায় এককার একাকী বসে আক্ষেপে ,অনাদরে
মনে পড়ে ,সর্বজন সমাদরে ডেকে নিত সসম্মানে অন্দরে
লোভেই ভুল ,গোনে মাশুল বিচারে দণ্ডিত ঘৃণ্য কারাগারে
নেই লোকবল,মানসিক দুর্বল দুঃসময়ে বন্ধুরা অচেনার ভিড়ে।
