কবিতাতেই আমি মারবো চাবুক
তাতে যেখানেই যা কিছু ঘটুক
যেখানেই ইচ্ছে যাবে; যার গাঁয়েই লাগে লাগুক
ওদের করবই করব আমি ধ্বংস
ডুবিয়ে দেবো; ভাসিয়ে দেবো; করে দেবো নির্বংশ
কবির কাছেও যে আছে কলম; সেও তো সমাজেরই একটা অংশ
পাপের জ্বালায় মরছো; তুমি বলছো পাপী সকলেরে.?
পালাবে কোথায় এবারে চাঁদু.? তোমার কীর্তন প্রকাশ্য সমাবেশ দিনে দুপুরে
আমার কলমকে তুমি বিদ্রোহ বলতে পারো; নাও বলতে পারো
বলতে পারো কোন শক্তিশালী আক্রমণ
যদি বাঁচি আমি; যদি বাঁচে আমার কলম
মুছে দেবো সব; মহামারির যত ভয়ংকরী সংক্রমণ
দিয়েছো সাহস দিয়েছো বল, সমাজের তরে বিবেক কেবল হয় চঞ্চল
অচিরেই ঐ দেখো; দেখো; দেখো; শুরু হবে মুক্তিরো কোলাহল
আমার এই অশান্ত দেহ; শান্ত হবে তোমরা দেখবে কেহ
বিদ্রোহ আমি করব ঘোষণা; দেখবে তোমরাও অচিরেই
হে মোর;পথিকের প্রতীক আমি থাকবো সঠিক;
একদা পুনরায় তোমাদের হৃদয়ে এসে মিশবোই।