কপট নিদ্রায় নয় , অকপট বৃষ্টির
শব্দ আড়ালে থাক গুরুতর প্রশ্নের অগুরু উত্তর ।
দুরু দুরু বোশেখের রোমকূপ বিস্ময়
জমে যায় হিমসিম হেমন্তের হিমে ।
বয়সী বটের ভাটা দ্বাদশী চাঁদের ঘ্রাণে
ষোড়শী জোয়ার হতে পারে !
ঢুলুঢুলু মশারির ঘুম এসে গিলে নেয়
হাই তোলা উড়ি উড়ি পাপড়ির প্রেম ।
যথাযথ জটিল শেকড়ের সংগ্রামী শাখায়
ঢেকে আছো মুখোমুখি মুখের সততা ।
আমিও বাধ্য বোধে বর্ণাশ্রমী বিকেল বান্ধব ,
অহেতুক অবুঝ শূন্যের মতো অসুখী হবো না ।
শুচিবাই সুখ নয় , দ্বীপের দুঃখ নয়
ছুঁই ছুঁই কবিতার ধরি ধরি আনন্দে থেকো ।