তোর মনে পড়ে মেঘমালা
সেই নীলকণ্ঠ পাখির গল্প?
তোর আর আমার বিরহের মাঝে
আজও সেই নীলকণ্ঠ পাখি;
তুই, আমি যাকে চাইলেও পারিনা এড়াতে
আমাদের হাসি-কান্না, দুঃখ-বেদনা
সব হরণ করেছে ওই পাখি
সাথেকরে নিয়ে গেছে মেঘপুরীদের দেশে;
গ্রীষ্মের চাতকের মতো একবুক তৃষ্ণা নিয়ে অপেক্ষায় থাকি,
কবে আসবে ওই নীলকণ্ঠ পাখি!
বর্ষণ মুখর সন্ধায় ভিজিয়ে দেবে
স্নিগ্ধ বারি ধারায়।
তুই জেগে থাক মেঘমালা
মেঘের অন্তরালে।