ফাল্গুনী চতুর্দশীতে দুলিয়ে গলায় আকন্দ
ডমরু বাজিয়ে নৃত্য করে মর্ত্যে নামে মহানন্দ।
ফুল বেলপাতা হাতে নিয়া করে ব্রত ভঙ্গ
পেলে দুধ গঙ্গাজল, হয় তুষ্ট শিব লিঙ্গ।
করাবে স্নান শিবলিঙ্গকে যখন প্রহর চার
মেনে শিবরাত্রি ব্রত হিন্দু শৈব ধর্মীয় আচার
আগের দিন করলে নিরামিষ আহার
তবেই দূর হবে অজ্ঞতা আর অন্ধকার।
পূর্বরাতে বিছানায় না শুয়ে করবে মাটিতে শয়ন
‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রে করবে জপ উপবাসী মন
এইরাতেই থাকবে উপবাসী রাত্রি জাগরণ
মুক্তি লভে বিষ্ণুর ভক্ত হবেই সে জন।
এই রাতেই শিব পার্বতীর বৈবাহিক মিলন
এই রাতেই শিবের সৃষ্টি স্থিতি ও প্রলয়নাচন
এই রাতেই করবে যে শিবের উপাসনা
তার উপর যমের অধিকার আর থাকে না।