আরো একটা বছর শেষ হলো
আরো একটা আশার যবনিকাপাত,
কিংবা আরও একটা স্বপ্ন মেলে দিল নতুন পাখা!
শারীরিক দূরত্বের বিধি মেনে কখন পৌঁছে গেছি মানসিক দূরত্বের ওপারে!
চেনা পথ অচেনা হলো, চেনা মানুষজন মুখোশের আড়ালে!
তারই মাঝে তরী বেয়ে যাই জীবনের মোহনায়
একদিন আসবে ভোর নতুনের ডাক দিয়ে..