আকাশে কালো মেঘের দৌরাত্ম্য;
সারাদিন টুপটাপ, কখনো বা মুষল ধারায়।
মেয়েটি টিউশন করে বাড়ি ফিরছিল,
কালো মেঘ নিল তার পিছু,
জোরে হাঁটছিল মেয়েটা,
পাড়ার মোড়ে দাঁড়িয়ে ছেলেটি,
রোজ মেয়েটি ফেরে এই সময়ে,
ছেলেটি তার সারাদিনের তৃষ্ণা মেটায় একটু দেখায়।
মেঘের দল পিছু নিয়ে জানলো সবটুকু।
ভালোবেসে ছুঁতে চাইলো তারাও।
একরাশ বৃষ্টি নেমে এল।
ভিজে গেল মেয়েটি,
হাসতে হাসতে উড়ে গেল মেঘ।
মেয়েটি কি করবে ভাবছে।
ছাতা মাথায় ধরলো ছেলেটি এসে,
হাতল ধরলো মেয়েটি,
দুহাতে তার হাত জড়িয়ে ধরলো ছেলেটি,
ভালোবাসার উত্তাপ নিঃশ্বাসে,
পায়ে পায়ে এগুলো পথ
সাথে ভালোবাসা।