শুধু তোমার জন্য
কবিতা লিখি, প্রেমের কবিতা।
বারবার ফিরে আসি দাঁতাল হাতির কাছে
সিংহ শাবকের কাছে, পোষা ময়নার কাছে,
তাল বেতালের ঘন জংগলে,ময়ূর পুচ্ছের নৃত্যে
বক ,শালিকের খোলা ডানায়,
শংখচিলের সুদৃশ্য পাখনায়,
বারবার ফিরে আসি শুধু তোমার জন্য।
আমলকি বনে শিহরণ জাগলে পূর্ণিমার চাঁদ ওঠে
খোঁপায় চাপা ফুল গুঁজে মাদল নৃত্য শুরু করে,
আমি ফিরে আসি সাওতাল পরগনার
কালো মেয়েটির কাছে প্রতিজন্মে,
মেঘের অসীম দূরত্বে ভেসে ওঠে
সীমন্তের লাল ফোঁটা।
আমি কবিতা লিখি, প্রেমের কবিতা
শুধু তোমার জন্যেই।
কত ঘুমহীন রাতে,জোনাকিরা ঘর বাঁধতে গেলে
আমি ঝিঁঝিঁর ডাক শুনি অসীম শূন্যতায়,
মনেপরে বালিহাসের কথা আমের মুকুলের কথা
ক্যাকটাস ঝড়ো হাওয়ায় দাঁড়িয়ে থাকে,
অবশেষে দেখি মশারির রাতে কেউ যেন
শুয়ে আছে,তোমার মতোন,তখন আমি
কবিতা লিখি,এলোমেলো হাওয়ায় শুধু প্রেমের
কবিতা লিখি, শুধু তোমার জন্যই।