শেকড়ের মাটি ধরে আছে রণ-পা
শরীর গলালে পেতে পারো নীল নাভি ,
সভ্যতা ছুঁয়ে হয়েছি হরপ্পা
তোমার ভিতরে হারিয়ে ফেলেছি চাবি ।
চাবির ঠিকানা তুমি জানো ভালো মত
শেখাতেই পারো , ভুলে গেছি ওড়া আমি !
কবিতার জিভে জিজ্ঞাসা — সম্মত ?
পিছুটান ভীড়ে সমাধান দূরগামী ।
আমাকে নিয়েই রেশমের মেঘে জরি
পেতে পেতে চলো মনের ভিতরে মন ,
তোমার ছন্দে মিলে মিলে আমি পরী
ভেসে ভেসে রাসে পদাবলী মধুবন ।
তবু সোজা নয় সম্মত হওয়া কবি
তুমিও কি পারো ছেড়ে যেতে অনুবাদ !
সংসারী স্রোতে এঁকে যাবো জলছবি
প্রশ্নেই পরী , উত্তরে পরমাদ ।