জনারণ্যে অরাজকতার সুনামী,
কোথায় চলেছো তুমি বলো আগামী?
প্রখর অগ্নিবানে জ্বলছে ধরা,
উষ্ণায়নের দহন বিশ্ব ভরা।
সবুজের নিধন চলছে যত্রতত্র,
নীল বিষের আরকে বাতাস আবর্ত।
পুকুর বুজিয়ে গড়ছে অট্টালিকা,
সর্বত্রই অরাজকতার বিভীষিকা।
তীব্র দাবদাহ বৃষ্টির নেই দেখা,
সময়ের দ্রাঘিমায় ধ্বংসের বার্তা লেখা।
উন্নয়ন,প্রগতিতে বিনাশের হাতছানি,
দুষণে জর্জরিত বিশ্বময় প্রাণী।
বৃক্ষহীন ধরায় বাঁচে কি প্রাণ?
রুক্ষ মরুভূমিতে কভু আসেনা শ্রাবণ।
অরণ্য নিধনে প্রকৃতি ক্ষত বিক্ষত,
পরিবেশে বিপন্নতা সৃষ্টি পর্যুদস্ত।
নীরবে মৃত্যু মিছিল বুঝি সবুজের,
প্রতিবাদ আবশ্যক এই অবিচারের।
সমাজের মানুষ সব চলো করি অঙ্গীকার,
বৃক্ষ রোপণ করে আগামী প্রজন্মকে দিই সুস্থ বাঁচার অধিকার।