কথা ছিলো, একদিন পার হবো
ঊষর মরু পথ হাতে হাত রেখে।
চেন আচেনায় লিপ্ত দুটি মন
হয়তো বা বেলা শেষের, শেষ প্রহরে
ধোঁয়াশার চাদরে ঢাকা ক্ষীণ দৃষ্টি মেলে
আশার স্বপ্ন বুকে আঁকে!
পথ তবু অতোটা সহজ নয়;
যৌবনের উদ্দাম ঢাকা পড়ে যায়
বার্ধক্যের সীমানাতে।
তবু মন বলে চলে কানে কানে-
জীর্ণ যা কিছু, পুরাতন যত, দুপায় ঠেলে
এগিয়ে চলো,
চলাই তো জীবন।
শরীরে বেঁধেছে বাসা,
জ্বরা, ব্যাধি, ভয়,
মনের সঙ্গে তার নিত্য দ্বন্দ্ব হয়-
পারবো কি! গিরি পথ
পার হয়ে উপত্যকায় পৌঁছতে!
যেখানে সবুজ মাঠ চির শান্তি দেয়,
যেখানে ফুলের সাথে মধুপে’র কথা
যেখানে বনের যত পশু পাখি আছে
সবাই আনন্দে গান গায়-
নেই দুঃখ, নেই ভয়, নেই পরাজয় গ্লানি-
নেই কোনো সংশয়..