আলো নিভে গেল
যে আলো জ্বলেছিল
সহস্র বছর আগে
অজস্র মানুষের বুকে
আশা ভরসার ঘাত প্রতিঘাতে ধুঁকে
একদা শেষ হল
আলো নিভে গেল ।
মনের জমানো সুখ দুঃখ ঘিরে
দূর অজানা অচেনা তীরে
কত স্বপ্ন ঘুরে ফেরে
প্রথম প্রণয়ের মালা উপহার
ছিঁড়ে গেল
আলো নিভে গেল ।
বসন্ত হৃদয়ের মাঝে
আধো মেঘে ঢাকা
জোছনার ঝল মলানিতে ঝিলিকিনে
সুপ্ত বিহঙ্গের পাখা
মেঘের আড়ালে চাঁদ ঢেকে
সব হয়ে গেল কালো-
আলো নিভে গেল ।
বিশাল মরীচিকার
তৃষ্ণার্তের হাহাকার
অজানা অচেনা পথে
ঘুর্ণিপাকে বারবার
এধার ওধার, প্রাণ ফাটা চিৎকার
একদা শেষ হল
আলো নিভে গেল ।
দূর সমুদ্রের মাঝে
আলেয়ারে দেখে
যাত্রা করেছিল সহস্র মানুষ
বাঁচার তাগিদে
ঘুর্ণিঝড়ে আলেয়ার রূপ
হারিয়ে গেল
আলো নিভে গেল ।