আমরাও বাঁচতে চাই
শীতটা খুব জাঁকিয়ে পড়েছে।
রুমি সন্ধ্যেবেলা ফেরার পথে একটা শাল কিনল। মানুষজন রাস্তায় আগুন পোহাচ্ছে। রুমি দেখে ভাবে, জীবনটা যে কত কঠিন, এদের দেখলে তা বোঝা যায়। অথচ ওরা এই কষ্টটাকে কেমন হাসি মুখে মানিয়ে নিয়েছে! রুমি বাস থেকে নেমে আবাসনের গেটের কাছাকাছি এসে দেখলো একটা বৃদ্ধলোক শতছিন্ন চাদর গায়ে গুটিসুটি মেরে বসে ঠান্ডায় কাঁপছে। সিকিউরিটি গার্ডগুলো ওকে উঠে যাওয়ার জন্য জবরদস্তি করছে। রুমি এই দৃশ্য দেখে খুব কষ্ট পেলো। কিন্তু গার্ডগুলো “ওঠো এখান থেকে” বলে বৃদ্ধ লোকটাকে জোর করে উঠিয়ে দিলো। লোকটা ধীরে ধীরে চলে যেতে লাগলো। রুমি কয়েক মুহূর্ত কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে, ছুটে গিয়ে হাতের প্যাকেটের শালটা বুড়োর গায়ে জড়িয়ে দিল।