অভিমান
নীরা অবস্থাপন্ন বাবা মা’র এক মাত্র মেয়ে। শিক্ষিত বেকার দিপুর সাথে প্রায় জোর করেই বিয়ে করে বাবার অমতে। বিয়ের পর দিপুদের একান্নবর্তী পরিবারে নীরা ভালোই মানিয়ে নিয়েছিল। নীরার বাবা বেকার জামাইকে তাদের ব্যবসায় নিয়ে আসেন। কিন্তু দিপুর ব্যবসায় মন নেই। নীরা দিপুকে বলল চাকরির চেষ্টা করতে।
দিপু ভালোই শিক্ষিত ছিলো। স্কুলের একটা চাকরি অবশেষে জুটে গেলো। চাকরি পেয়ে দিপু নীরাকে প্রতিনিয়ত অপমান করতে লাগল। দিপু আর নীরার সাথে থাকতে চায় না। খুব খারাপ সময়ে নীরা তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছিল।আজ চাকরি পেয়েই দিপু তাকে ভুলে গেল! এতটা অকৃতজ্ঞ! এই দিপুকেই কি একদিন ভালোবেসে বাবা মা’র বিরুধ্যে গিয়েছিল!!