স্বস্তি || Biswajit Nag
মাঝে মধ্যে ভাঙচুরের নেশায় মেতে থাকি-প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত বৈদিক জোছনার…
মাঝে মধ্যে ভাঙচুরের নেশায় মেতে থাকি-প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত বৈদিক জোছনার…
ভবঘুরে ইচ্ছেগুলো আঁচড় কাটে খেয়ালের বশে,একসমুদ্র উদাস বাউল মেঠো পথে…
আলো খুঁজে চলে প্রহর নিষ্প্রভ বারান্দায়,রাত জেগে আষ্টেপৃষ্ঠে জড়ায় জোনাকি…
বেছে নিয়েছি ম্রিয়মান নিভু আঁচের আবছা পথ,বিজ্ঞাপনের ভীড়ে হাজার আলোর…
আয়ত চোখের গভীরে নিরুদ্দেশ সন্তরণ,হাতে হাত রেখে চলে উষ্ণতার বোঝাপড়া,অনুভবের…
মেঘের চোখে কান্নার অন্তর্লীন সাগর,দিগ্বিদিক মুষলধারায় দীর্ঘশ্বাস ঝরে,মন ভীড় করে…
ছদ্মবেশী মুখের দিকে পড়েছে তির্যক আলো,সত্যের আয়নায় অবয়বে জমে আছে…
শোক পুষে আর কি লাভ?মনের কষ্ট পাথর ক্রমশঃ স্ফীত হয়…
অনুভূতির মৃত কোষে ছড়িয়ে দিই কোলাহল,অন্ধকার কোনে মমতা সাজিয়ে রাখে…
আবহমান শোকে মুহ্যমান থাকাটাই দস্তুর,মনখারাপের প্রহর সাদা কাপড় ধূপের ধোঁয়া,প্রাসঙ্গিক…
রাতের দরবারে জীবনকে হাজিরা দিতে হয় রোজ,মন বাঁধা থাকে গার্হস্থ্য…
অল্প আঁচ এখন বড্ড গা সহা,জ্বলুনি তেমন আর ভাবায় না,ইতস্তত…
অবয়বে বড়ই অগোছালো গার্হস্থ্য জীবনরেখা,অসম্পূর্ণ রাতের ছায়া লেপ্টে থাকে জড়তায়,প্রত্যুষ…
জলের শব্দে ঘুম ভাঙে রোজ,অভ্যাসের দাসে সময়ও গতে বাঁধা;পালা করে…
পূবের আকাশ ছড়িয়ে আলো আনন্দিত খোলা জানালা,কান্না দিয়ে বাস্তবের মাটিতে…
অস্থিরতার দু এক পশলা বড্ড ভাবুক,সীমারেখা পেরিয়ে খোঁজে বাঁচার রসদ,বৃত্ত…
অজুহাত শব্দবন্ধে আর কতদিন আটকে রাখা,খামখেয়ালীপনা বিস্তর ধূসর ধূলিঝড় অজান্তেই…
বুকের মধ্যে গুছিয়ে রাখি নির্বাক ব্রতকথা,রঙিন দেয়ালে ঝালর দোল খায়…
জীবন তরী চলে ভেসে ভবসাগরের নদীতে,যা কিছু অর্জিত সৃষ্টির কাছে…
সন্তর্পনে নেমে আসে বুনো রোদ্দুর,ঠাট বাট মেজাজে জ্বালাময়ী স্ফুলিঙ্গ,আগুন পেঁচিয়ে…
দমকা হাওয়ায় উড়ছে অসন্তোষের ধূলিকণা,সত্যের মুখে জড়িয়ে আছে সাদা নির্বাক…
রোজই পূর্ণ হয় প্রাপ্তির ভাঁড়ার,উপচে পড়ে কখনও-অপাঙক্তেয় অনভিপ্রেত দুর্বিষহ কিছু…
পরিযায়ী বৃষ্টিতে ভিজে আনমনা রোদ্দুর,অভিমানী রিমঝিমে বুকে জমিয়ে রাখে নিঃসঙ্গ…
আয়নাটা ভেঙেই গেল অবশেষে,ঝুরঝুর করে ক্ষমতা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে,অজস্র মুখ…
মনোহর তুমি, তুমি শ্যাম সমান,মৃত্যু এক রহস্যময় চিরসত্য চির অজ্ঞাত,ক্ষণে…
ঠিকানায় পৌঁছে যায়নি চিঠি,নীল খামে আজও বন্দী অনুভূতির বর্ণমালা,অক্ষরের অক্ষরেখা…
বেনোজল ঢুকে গেছেঅনুরাগের স্বচ্ছতায়,রামধনুর ফ্যাকাশে রঙগুলোকে সাজাবে প্রজাপতি উচ্ছ্বাসে? আবহাওয়ার…
পাহাড়ী কুয়াশার ঝাউবনী সকালওষ্ঠ জুড়ে লেপ্টে রয়েছে বিষাদ,তরঙ্গিত ঝর্ণার ঝর…
দাঁড়িয়ে আছি অপেক্ষার দরজায় টোকা মেরে,আগলটাকে আগলে রাখি নির্বাক ব্রতকথায়,এগিয়ে…
নোনা ধরা বাতাস ছুঁয়েছে হলুদ ছোপ রোদ্দুর,অভিমানের মোড়কে শব্দ গোপন…
বিবর্ণ বাতাসে কেঁপে উঠে ধূসর প্রচ্ছদ,মৃদু ঢেউ বিঘ্ন ঘটায় বিগত…
দেয়ালটা পড়ছে খসে খসে,শিরার কোষে কোষে বাঁধনহীন অব্যক্ত উচ্ছাস,বাইরে ওত্…