সিঁদুর খেলা || Aloke Mukhopadhyay
কেবলই মনে হয় তুমি জীবন জুড়ে আমার আশ্বিন, কাশফুল, চকিত…
কেবলই মনে হয় তুমি জীবন জুড়ে আমার আশ্বিন, কাশফুল, চকিত…
এই আমাদের অচিনপুর। হৃদয় জুড়ে বর্ষা নামে বেলতলার মাঠে। বছরভর…
তুমি ত ভালবেসে আলোকলতা ঝুলিয়ে ছিলেদরজায়, ভ্রুমধ্যে বিশ্বাসের টিপ জ্বেলে…
বাতাসে কার ডাক?কে যেন ডেকে যায়কোথায়? কোথায়?চেয়ে দেখ জানালায় নীলখোলা…
জল মানে কত কিযে হয়—থই থই জল, ধানের শিসের গন্ধ,…
হয়ত কোন দিন আর ফিরে আসবে না—শ্যামলা গরুর পাল- গাঁ…
জল মানে কত কিযে হয়—থই থই জল, ধানের শিসের গন্ধ,…
কেউ কি গ্রামে যাবে? এখন? এখন? এখনওশহরে আছে কিছু ঘনিষ্ঠ…
সেই কথা মনে পড়ে গেল,পাথরের খাঁজে খাঁজে বোবা কথাগুলো,মাটিতে ঝরে…
জীবন যে রকম। জীবন ত’ এরকমই হয়, সকালে রোদ্দুর মেখেফুটাছে…