মধ্যরাতে মশকিনীর রক্তচুম্বনে ভাঙ্গলো ঘুম ,
পাড়ার দামাল ক্রিকেট বলের দস্যিপনার
স্মৃতি চিন্হ গায়ে মেখে গ্রিল বারান্দার এবরো খেবরো কাঁচ,রাগী দৃষ্টিতে যেন
আমায় কিছু বলতে চাইছে !
এক চিলতে অগোছালো ঘরের নোনা ধরা কার্নিশ ,
জাঁকিয়ে বসতে চাওয়া শ্যাওলা কে অবজ্ঞা , উপেক্ষায় পুর্ণিমার মোহময়ী জ্যোত্স্নাকে আপনকরে ডেকে এনেছে ফুল ছাপ চাদরে।
হটাত্ই দমকা ঝড়ো হাওয়ার মাতন ,
কোন অছিলায় ঘরে ঢুকে সব তছনছ , নাড়িয়ে দিয়ে গেলো থমকে যাওয়া,
নিশ্চল আমার হৃদস্পন্দন !
সব গুলোই বড়ো জীবন্ত যেনো ,
কেবল এই প্রাণ হীন স্থবির আমি ছাড়া !
পঞ্চভূতে বিলীন হয়ে কবেই অস্তমিত ,
বড়ো প্রিয় শরীরী খোলস মায়ার বাঁধনে
সাঁতার কাটে ভাবনায় ।