আমারই ভাবনাবীজ ভাবুকের মর্মমূলে
এক গাছ ফুল হয়ে ফোটে ।
চেনা চেনা পৃথিবীর অজ্ঞাতধামে
ঝরে যাওয়া বাসি শোক
নতুন শ্বাসের ঠোঁটে
ফুটফুটে মেঘ হয়ে ঝরে ।
ভাসা ভাসা পরিচিত ছায়া
ছুঁয়ে থাকে কবিতার সুখ ।
বোধের পতাকাপাতে জমে’ ওঠে
সারিসারি শব্দ স্বাদ সুধা ।
অবাক আশ্চর্য বনের মনের উঠোনে
বিস্মিত হতে ভুলে যাই ।
একটাই প্রশ্নপাতা ফরফর উড়ে আসে
নির্ঘুম নিদ্রার গ্রীন করিডোরে ,
— কিভাবে মেটাবো এতো
পাঠ-ঋণ , পাঠক পিপাসা !