মেঘের মঞ্চে শংসার সুখে ভেসে
এঁটেলে সাঁতার ভোলোনি নীলাম্বরী ,
সফলতা ছুঁয়ে ঝর্ণার সুরে সুরে
বেদনা বীণায় বুনে চলো বালুচরী ।
কবিতার মালা সংসারী উলে গেঁথে
করেছো নীরব দৃষ্টির কলরব ,
অ-সুখের ঘাম শুষেছে শোষক শিরা
কবিতা আঁচালে সবকিছু সম্ভব ।
বিষাদের রাতে জ্বালিয়েছো পূর্ণিমা
পূর্ণিমা চাঁদ নেমেছে কুয়োর জলে ,
জলের ভিতরে পেতেছি বালির ঘর
ঘর ঝরে যায় সামাজিক পিস্তলে ।
তোমাকে নিয়েই লিখেছি নীলাম্বরী
উপরি উক্ত চিঠিটি ব্যক্তিগত ,
সহমত হলে সর্বজনীন হবে
কবিতার হাতে হাত বলো — সম্মত !
শংসার — প্রশংসার