রবীন্দ্রনাথ শ্বাস দিয়েছেন তাই তো আছি বেঁচে
আবহমান গানের টানে স্বপ্নে উঠি নেচে ।
শিলঙ পাহাড় বন্যা পেলো , প্রেমে পড়লাম আমি
আমার মতন সব প্রেমিকের হৃদ হলো দূরগামী ।
রবীন্দ্রনাথ আছেন বলেই , শোকের মাঝে সুখ
কন্যা অবুঝ , যাত্রাপথে ফেরাতে উন্মুখ ।
প্রৌঢ় বিকেল ফাগুন ফোটায় ভুবনডাঙার মাঠে
ইচ্ছে জাগে রবীন্দ্রনাথ , বসবো সহজ পাঠে !
বৃদ্ধ হবো এমন সাধ্য কেমন করে রাখি
রবীন্দ্রনাথ তোমায় জানা এখনও যে বাকি ।
মৃত্যু হলেও অমর জীবন , ফিরবো আবার বাটে
চাইলে তুমি সেই প্রভাতে হাঁটবো তোমার হাটে !