শব্দ হারানো কবিতার শোকে দু’মিনিট নীরবতা
সময় এসেছে পিছুটান মুছে নতুন স্বপ্নে যাবার ,
ভুলে যাওয়া স্মৃতি ফিরবে কখনও
আশা সুখে ঠোঁট বাড়িয়ে তখনও
ভাবনার ভীড় হঠাৎই পাঠাবে যতটুকু আছে পাবার ।
হয়তো পাবো না বাকিদের আঁচ নতুনের নিউরনে
নিভু নিভু ধ্যান গোপনে ছুটবে বাতিলের সন্ধানে ,
বাতিলের জ্বালে পেকে ওঠে ভিত
জ্বালানির ওমে গুটিসুটি শীত
দু’মিনিট হোক অনন্ত পল সৃজনের অভিধানে ।
মালীর প্রতিভা খুঁতখুঁতে কাঁচি — সমানের সাম্যতা
ভাস্কর চোখে ভাসের চক্ষু — পাথরের ছাড়াছাড়ি ,
বাড়তি পাতারা বাতিল পাথরে
নীরব শেকড়ে ভরুক ভাদরে
প্রতি কবিতার জন্মের আগে যেন জন্মাতে পারি ।