কি রে কুয়াশা তুই এত্তদিন কুথায় ছিলি —-
তুর কি একটুও মন ডা কান্দে নাই মুর লাগি,
কত্ত কইরা তুরে চাইলাম গরমের সময় ডাতে
যখন তপ্ত হইয়া জইল্যা যাচ্ছিল মুর পরান খান।
তুই তখন কুথায় ছিলি——
তুরে তো গত্ত বছর দেখেছিলাম ঠান্ডার মইধ্যে,
কেন রে তুর কি মায়া নাই দেশের লাগি —
তুর মনডা এত্ত নিষ্ঠুর।
থাক না রে তুই বছহর ভইরা,
একটু তাইলে আরাম করি —-
তুর ছওয়ায় মোর পরান খান শান্তি পায়,
তুই যে সুন্দরী কুয়াশা মুর প্রাণ সাথী।
যখন তুর চ্ছওয়ায় পরানে জল টুকু আসে তখন তুই থাক না রে বচ্ছর ভর,
ছুটটু বেলায় কত তুর গায়ে পা ফেলছি —
কত্ত মজা হইতো ,আজ আর পরানে কুনো মজা নাই রে,
খালি স্বপ্ন দেখি দুই চোখ দিয়া ।
শুকনো পাতা গুলারে যখন তুই ভিজাইস তখন সব চে ভালো লাগে মুর,
অদের কত্ত কষ্ট গরম ডা তে।
তুই একটা হিমেল হাওয়ার সুর নিয়া আনন্দে ভইরা দিস পরান,
ওই ডার জন্যই সব চেয়ে ভালো লাগে।