একটি টিনের কৌটো ফুটো করে চোখে
দিয়ে দেখি: স্বর্গ; যেখানে এখন অভিরূপ
ভেড়ার শাবক, তাকে একটি বালিকা
শ্যামল ঘাসের দিকে নিয়ে যেতে চায়
কিছুতেই যেতে চাইছে না সে, অদূরে
ঝুপ করে আম পড়ে গাছ থেকে, আর
দুটি ছেলে ছুটে গিয়ে কাড়াকাড়ি করে।
একটি টিনের কৌটো ফুটো করে চোখে
দিয়ে দেখি: স্বর্গ; যেখানে এখন অভিরূপ
ভেড়ার শাবক, তাকে একটি বালিকা
শ্যামল ঘাসের দিকে নিয়ে যেতে চায়
কিছুতেই যেতে চাইছে না সে, অদূরে
ঝুপ করে আম পড়ে গাছ থেকে, আর
দুটি ছেলে ছুটে গিয়ে কাড়াকাড়ি করে।