তোমাকে যত দেখি আর ভাবি চেয়ে
সেই তুমি যে এসেছিলে অনুভবে
অন্তরের অমোঘ টানে
অন্তরদৃষ্টি দিয়েছিল হাতছানি
ছুটেছিল মন ধরতে সেদিন
প্রেমের আবেগে বাড়িয়ে দিয়েছিলে হাত দু’খানি
মুখখানি ধরে দেখলে দুচোখ ভরে
ওষ্ঠ কেঁপেছিল সেকথা বলতে
জিহ্বায় ছিল না সার
দিলে হাতে তাই চিরকূট খুলে দেখি হৃদয়বাণী
ছিল লেখা তাতে ‘স্মৃতি থাকে সাথে’ কখনও যায় না মোছা
আবেগী মনে ভেসেছিল দুটি হৃদয়
অনুভবে প্রেমের জোয়ার আছে মনে সব
অনুভবে ঘটেছিল যা ঘটার সে কি তবে ভুল ছিল?
আজ বুঝতে পারি না কেন নীরবেই এসে ছুঁয়েছিল
প্রথম সেই পরশখানি আজও স্মৃতি হয়ে আছে।