বিশিষ্ট ভারত রবি কবি শ্রেষ্ঠ যিনি
বিশ্বকবি নামে তাঁর চির পরিচিতি,
বাঙালির হৃদাসনে বিরাজিত তিনি
ঠাকুর রবীন্দ্রনাথ নামে চিত্তে প্রীতি।
সাহিত্যের স্বর্ণরথে পৃথিবী ভ্রমণ
প্রাচ্য ও পাশ্চাত্যে ব্যাপ্তী তাঁর স্রষ্টা- রূপ,
উপন্যাস, ছোটোগল্প বিচিত্র রচন
নিজস্ব সঙ্গীত কাব্যে প্রকাশে স্বরূপ।
মহর্ষি দেবেন্দ্রনাথ পিতা জ্ঞান-বিভা
জননী সারদাদেবী রত্নগর্ভা মাতা,
ঠাকুর বংশের রত্ন কুলের প্রতিভা
ওজস্বী ব্যক্তিত্ব তাঁর কৃষ্টির নির্মাতা।
শ্যামল ছায়ায় ঘেরা শান্তিনিকেতন
বঙ্গবাসীর ঐতিহ্য যেন পীঠস্থান,
শান্তির ছাতিম তলা প্রকৃতি ভবন
বৃত্তি, কৃষ্টি শিক্ষা যত তাঁর অবদান।
সুবিখ্যাত গীতাঞ্জলি কাব্যের কারণে
হলেন নোবেল জয়ী এশিয়া প্রথম,
অমোঘ সৃষ্টি তাঁর নিয়ত পঠনে
শিশু হতে বৃদ্ধ সবে নন্দিত পরম।
হে বিশ্ব কবীন্দ্র তুমি আছো হৃদি ধাম
মর্মে মর্মে জন মাঝে রয়েছো অম্লান,
তোমার চরণে করি সহস্র প্রণাম।
উদ্ভাসিত তব করে আলোকিত প্রাণ।