শাওন বাদর অঝোর ঝরন
যমুনা বিভোলে উথাল পাথাল
মল্লার রাগের ধারা ঝরঝর
সজল মেঘেতে চিক্কুর ভয়াল।
বিষাদ বিবশ আবেশেতে ভরা
বিপ্লুত প্রকৃতি বিস্ময়ে আবিষ্ট
পূর্বরাগের যে দ্যোতনা প্রকাশে
উচাটন মন আবেগ দ্রঢ়িষ্ঠ।
যমুনার পথে চলে রাধারানী
শুনে রাধা বোল বাঁশরীর ধ্বনি
ছল করে জল আনতে শ্রীমতী
কলস কাঁখেতে চলল অমনি।
নির্ঝর শ্রাবণ প্রমথী বাঁশরী
ছুটে চলে রাই পাগলিনী প্রায়
বিস্রস্ত বসন কেশ আভরণ
যমুনা কূলেতে শ্যাম দেখা পায়।
দুর্বিগাহ টানে প্রেম আলিঙ্গনে
জলদ বিহারে দোঁহে ভেসে যায়,
যমুনা উছল শ্যাম রাই স্পর্শে
ভাসল কলস যমুনায় হায়।