সর্বনাশা লিঙ্ক
আমি দুদিন আগে ব্যাঙ্কের সাথে আধারলিঙ্ক করেছিলাম।বিকেলে মোবাইলে একটা মেসেজ এসেছিল যখন কাজ করছিলাম।এরপর ফোনটা কোথা থেকে এসেছিল খেয়াল করিনি। জানিয়েছিল এইচডিএফসি ব্যাঙ্কের প্রতিনিধি সে। কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আমার ।তার পাঠানো লিঙ্কটি এসবি আইয়ের সাথে যুক্ত করতে বলেছিল ।কারণ আমার এসবি আই ব্যাঙ্কের এটিএম কার্ড ব্লক হয়ে গেছে ।করোনা পরিস্থিতে ব্যাঙ্কে এসব কাজ বন্ধ। অনলাইনেই কাজ করতে হবে।বললেন একটি অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সব কিছু সম্ভব। ব্যাঙ্ক কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছে তাকে।সে ফোনে যেভাবে বলছে সেভাবে কাজটি করতে বলল আমাকে।লোকটির কথা শুনে সংশয়ে পড়ে যাই আমি। এরপর আমাকে ওই অ্যাপ পাঠিয়ে দিয়ে সেটি ডাউনলোড করতে বলেছিল।যে লিঙ্কটি আমায় পাঠিয়েছিল সেটি ক্লিক করতেই অ্যাপটি ডাউনলোড হয়ে গেল। তারপর দেখলাম ফোনের মেসেজগুলো রঙিন হয়ে আসছে যাচ্ছে। কিন্তু কোন ওটিপি এলো না।তারপর আমার ফোনটি আমি আর কিছুতেই খুলতে পারলাম না।
ঠিক সেই সময় আমার এক বন্ধু বাড়িতে এসেছিল।তাকে ব্যাপারটি বলতেই সে বলল প্রতারণার ফাঁদে পড়ে গেছি আমি। আমার ফোনটি নাকি হ্যাক হয়েছে। বন্ধু তখন তার ফোনে একটা ভয়েস রেকর্ড আমাকে শোনায়।তাতে বিশ্বভারতীর অধ্যাপিকার অ্যাকাউন্ট জালিয়াতির খবর জানতে পারলাম। ওনার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গেছে। আমি নিজেকে তখন আর ঠিক রাখতে পারিনি।সারা শরীর যেন কাঁপতে থাকে হাত পা ঠান্ডা হয়ে যায়।কি করব কিছু বুঝতে পারছিলাম না।লিঙ্কেই প্রতারণার ফাঁদ?