শহিদ ভায়ের গল্প শুনে
খোকন মায়ের মুখে,
চোখদুটো যে ছলছলিয়ে
উঠলো তাহার দুখে।
বললো হেঁকে মাকে ডেকে
যুদ্ধে যাবো আমি,
যা শুনেছি বেশ বুঝেছি
প্রাণ হতে দেশ দামী।
মাগো জানি, স্বাধীনতা
জগৎ মাঝে সেরা,
শহিদ রক্তের ঘ্রাণে তাইতো
আকাশ বাতাস ঘেরা।
আমরা সবাই জোট বেঁধে সব
দেশের সেবা করবো,
দেশের গায়ে পড়লে আঁচড়
প্রতিবাদে লড়বো।
স্বাধীনতা আনতে যারা
দিলো নিজের প্রাণটা,
শোষণমুক্ত সমাজ গড়ে
রাখবো তাঁদের মানটা।