শব্দ বড় কৃপণ এবং শব্দ ছোট মাপে
দিগন্ত ছুঁই ভাবনা ঘুড়ি
গোটাচ্ছে সংলাপে ।
এক জোনাকি ছাদ , ছুটতে ছুটতে চাঁদ
যেই ডেকেছি– আয়
ফিরিয়ে দিচ্ছে কাঁধ ।
পাতাল নীরবতা ভাসছে কুয়োর জলে
কুড়িয়ে নিতে মন পেতেছি
হারিয়ে যাচ্ছি তলে ।
শব্দ শোষক বালি শুষছে সাগর শোক
কান্না হওয়ার ইচ্ছে হলেই
বলছে– থিতু হোক ।