হৃদয় জুড়ে তোমার ছবি
মনের মাঝে আঁকি,
প্রেরণা যে তুমিই কবি
প্রণতি মোর রাখি।
ধ্যানে জ্ঞানে কাব্য গানে
গীতাঞ্জলির -সুরে,
মন ছুঁয়ে যায় স্নিগ্ধতা ছায়
হৃদয় ভূমি জুড়ে।
তোমার সৃজন অতুল রতন
অন্তর করে আলো,
ভালোবাসতে শেখায় সবে
দূর করে সব কালো।
বিশ্বজুড়ে কাব্যপ্রেমী
চলছে রবির পথে,
সৃজনশিল্পে তুমিই আধার
চড়তে কাব্যরথে।
তোমার আসন ধরার বুকে
শাশ্বত যে রবে,
শ্রদ্ধা দিয়ে অর্ঘ্য সাজায়
বিশ্ববাসী সবে।