জীবন থেকে ছুটি পেলাম
এবার যাবার পালা,
দম নিতে খুব হচ্ছে কষ্ট
কানে লাগছে তালা৷
হাত, পা ভারি, অবশ হয়ে
অশ্রুবারি ঝরে,
অঝোর ধারায় কর্তা কাঁদে
ছেলে চেপে ধরে৷
দেখে যমের হলো দয়া
যায় সে ফিরে চলে,
ডাক্তার এসে ছুঁচ ফুটালো
গ্যাসে মাথা টলে৷
এ যাত্রাতে গেলাম বেঁচে
হলো নাকো ছুটি,
মহানন্দে কর্তামশায়
খাচ্ছে টুটি ফ্রুটি৷